ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে সহকারি অধ্যাপকসহ ১১ পদে নিয়োগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

বিভিন্ন বিভাগের সহকারি অধ্যাপকসহ ১১ পদে নিয়োগ দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়। সোমবার (৯ মে) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক মেরাজুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত নিযোগ বিজ্ঞপ্তিতে নিম্নোক্ত পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদেরকে আবেদনের জন্য আহ্বান করা হয়েছে।

১. Assistant Professor in EEE, CSE, Sociology, Management, Library and Information Science

২. Lecturer in EEE, CSE, English, Marketing, Management, Library and Information Science

আগ্রহী প্রার্থীদেরকে ছবি সংযুক্ত আপডেট জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় শিক্ষা সনদ ও পেশাগত তথ্য আগামী ৩১-০৫-২০২২ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ই-মেইলের মাধ্যমে প্রেরণ করতে হবে অথবা অফিস চলাকালে সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে।

Email: info@uob.edu.bd
ঠিকানা: ১০২০/১৫, দাতিয়ারা, বাইপাস রোড, ব্রাহ্মণবাড়িয়া-৩৪০০।

বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইটটি  www.uob.edu.bd ঘুরে আসুন।

শেয়ার করুন