দেড়শ পেরোলেন মুশফিক, বড় সংগ্রহের পথে টাইগাররা

ক্রীড়া ডেস্ক

মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম। ফাইল ছবি

দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত দুই সঙ্গীর বিদায়ের পরও নির্ভার মুশফিক। উল্টো রান তোলার গতি বাড়িয়ে দিয়েছেন তিনি। ২৯১ বলে ১৯ চারে দেড়শতে পৌঁছেছেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারে ডানহাতি এই ব্যাটসম্যানের এটি পঞ্চম দেড়শ ছাড়ানো ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে খেললেন দ্বিতীয়বার। দেড়শ ছাড়ানো আগের চার ইনিংসের তিনটিতেই দুইশ ছুঁয়েছিলেন মুশফিক। এবারো কি আরেকটি ডাবলের দেখা পাবেন তিনি?

লিটন ফিরে গেলেও মুশফিক দলকে টানছেন এখনও, খেলছেন ১৬০ রানে। কিছুটা সময় সঙ্গ দিয়েছেন তাইজুল ইসলাম; তিনি ফিরেছেন ১৫ রান সংগ্রহ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিকের সঙ্গী খালেদ আহমেদের রান ০। বাংলাদেশের সংগ্রহ ৩৪৫ রান।

প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চাওয়া ছিল, আজ প্রথম ঘন্টার চ্যালেঞ্জ কাটিয়ে দিক মুশফিক-লিটন। কিন্তু সকালের অনেকখানি পথ সাবধানে খেললেও খেই হারিয়েছেন লিটন। রাজিথার বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে পরে লিটন কুমার দাস। ২৪৬ বল খেলে ১৬ বাউন্ডারি ও এক ছক্কায় ১৪১ রান করেন তিনি। লিটনের বিদায়ের পর ক্রিজে এলেন আর গেলেন মোসাদ্দেক হোসেন। রাজিথার বলেই ডাক মেরে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

এর আগে প্রথমদিন ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে মুমিনুল হকের দল।

শেয়ার করুন