বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলে যে বন্যা দেখা দিয়েছে তাতে সহমর্মিতা জানিয়েছে ভারত। একই সঙ্গে বন্যা মোকাবিলা ও এর থেকে উত্তরণে বাংলাদেশকে সহায়তা করতে চায় দেশটি।
রোববার (১৯ জুন) নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারতের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) সপ্তম দফার বৈঠকে এ কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
এসময় জয়শঙ্কর বলেন, আমরা বন্যা ব্যবস্থাপনা নিয়ে তথ্য শেয়ার করছি। বন্যা ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় যদি কোনো সুনির্দিষ্ট উপায়ে আপনাদের (বাংলাদেশকে) সাহায্য করতে পারি তাহলে খুব খুশি হবো।
নদী সংরক্ষণে বাংলাদেশ-ভারতকে একসঙ্গে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা ৫৪টি নদী ভাগাভাগি করি। এসব নদীগুলোর ব্যবস্থাপনা ও সংরক্ষণ আমাদের দায়িত্ব। পরিবেশ রক্ষা আমাদের অঙ্গীকারেরও অংশ।