সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি, আবারও বন্যার শঙ্কা

সুনামগঞ্জ প্রতিনিধি

ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে আবারও বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জে সুরমা নদীসহ সব শাখা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে চলতি বন্যার পানি কিছুটা কমে গেলেও আবারও নিম্নাঞ্চলসহ সুনামগঞ্জ পৌর শহরের নতুন পাড়া, হাজিপাড়া, কাজিরপয়েন্ট, নবীনগরসহ বেশ কয়েকটি আবাসিক এলাকায় পানি প্রবেশ করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন জেলাবাসী। দেখা দিয়েছে বন্যার আশঙ্কা।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৮৫ মি. মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ১৭ সে. মি. পানি বৃদ্ধি পেয়েছে।

পাউবো সূত্র আরও জানায়, ভারতের মেঘালয়ে বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে জেলার ছাতকের সুরমা নদীর পানি বিপদ সীমার ৯৯ সে. মি. ওপরে প্রবাহিত হচ্ছে। উজানের ঢলের ফলে জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কিছু এলাকায় আবারও পানি বাড়ছে। নদনদীর পানি বৃদ্ধি ও মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় সুনামগঞ্জের মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় দিন রাত কাটাচ্ছে।

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে গেল গত ১৬ জুন সুনামগঞ্জের বেশিরভাগ এলাকা বন্যা কবলিত হয়। আজ বৃহস্পতিবার ভোর তিনটায় কিছুক্ষণের মধ্যেই ডুবে যায় জেলার ৯২ ভাগেরও বেশি এলাকা। গুরুত্বপূর্ণ অফিস ও ব্যক্তি মালিকানাধীন ভবনের তালা ভেঙে জীবন বাঁচিয়েছেন লাখো মানুষ। বন্যায় ঘরে থাকা ধানচাল, গৃহপালিত পশু, জমিতে থাকা সবজি, পুকুরের মাছ ভেসে গেছে।

শেয়ার করুন