বিদ্যুৎ নিয়ে চলমান সংকটকে সাময়িক বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এখনকার সংকট, এর কারণে লোডশেডিং দেওয়ার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, এ সমস্যা কাটবে।
কয়েক মাসের মধ্যে জাতীয় গ্রিডে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথাও জানান তিনি। আজ প্রতিমন্ত্রী তার ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।
তীব্র বিদ্যুৎ–সংকটের কারণে গত মঙ্গলবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে লোডশেডিং। গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই লোডশেডিংয়ের ঘোষণা দেওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক–ই–ইলাহী চৌধুরী এই ঘোষণা দেন। সেখানে প্রতিমন্ত্রীও উপস্থিত ছিলেন। তিনিও লোডশেডিংয়ের কথা জানান।
সেই সংবাদ সম্মেলনে তৌফিক–ই–ইলাহী চৌধুরী বলেন, খরচ কমাতে বিদ্যুৎ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আজ থেকে সাময়িক বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত সাময়িক। বিশ্ব পরিস্থিতির উত্তরণ হলে আগের অবস্থানে ফিরে আসা হবে।