দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২৭৮ জনের। আগের দিন করোনায় তিনজনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৩৭৫ জনের।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৫ দশমিক ১৪। আগের দিন এ হার ছিল ৬ দশমিক ৫৩। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই সিলেট বিভাগের।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৬ হাজার ৬৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮২৯ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩০০ জন।
বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্র কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে।