তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে হোয়াইট হাউস। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার তাকে ডাকা হয় বলে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়। খবর বিবিসির।
গণমাধ্যমকে দেওয়া হোয়াইট হাউসের বিবৃতিতে মুখপাত্র জন কিরবি বলেন, রাতভর চীনের মহড়ার পর চায়নার (পিপলস রিপাবলিক অব চায়না) রাষ্ট্রদূত কিন গ্যাংকে হোয়াইট হাউসে ডেকে পাঠানো হয়েছে। তাদের উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে তাকে ব্যাখ্যা জানাতে এ তলব করা হয়।
এই ব্যাখ্যা চাওয়া হলো কূটনৈতিক উপায়ে একধরনের প্রতিবাদ জানানো। কিরবি বিবৃতিতে আরও জানিয়েছেন, বাইডেন প্রশাসন চীনের এই সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে।
তিনি বলেন, এটা দায়িত্বজ্ঞানহীন এবং তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমাদের দীর্ঘস্থায়ী লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক।