পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গুলি ছুড়লে ব্যবস্থা, রুশ সেনাদের হুঁশিয়ারি জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : ইন্টারনেট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অবরুদ্ধ জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যদি কোনো রুশ সেনা গুলি ছোড়েন, তবে তাকে ইউক্রেনীয় বাহিনীর বিশেষ লক্ষ্যবস্তু করা হবে। ইউক্রেনের কিয়েভ থেকে শনিবার রাতে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি। খবর বিবিসির।

গত মার্চে ব্যাপক লড়াইয়ের পর রাশিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির দখল নেয়। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দক্ষিণাঞ্চলীয় ইউক্রেনীয় শহর নিকোপলে কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ একটি এলাকায় এর অবস্থান। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার দখলে গেলেও ইউক্রেনীয় প্রযুক্তিবিদেরা এখনো এটি পরিচালনা করছেন।

জেলেনস্কির অভিযোগ, মস্কো বিদ্যুৎকেন্দ্রটিকে একটি রুশ সেনাঘাঁটিতে পরিণত করেছে এবং এটিকে ‘পারমাণবিক ব্ল্যাকমেল’ হিসেবে ব্যবহার করছে। গতকাল শনিবারের ভাষণে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, যে রুশ সেনা কর্মকর্তাই পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে গুলি ছুড়বে কিংবা পারমাণবিক কেন্দ্রে লুকিয়ে থেকে সেখান থেকে গুলি করবে, তাকে অবশ্যই আমাদের গোয়েন্দা বাহিনী, বিশেষ বাহিনী এবং সেনাবাহিনীর বিশেষ লক্ষ্যবস্তুতে পরিণত হতে হবে।

চলতি সপ্তাহের শুরুর দিকে পারমাণবিক কেন্দ্রটিকে লক্ষ্য করে গোলা হামলা হয়েছে। এর জন্য মস্কো ও কিয়েভ একে অপরকে দায়ী করেছে। জেলেনস্কি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গুলি ছোড়ার মধ্য দিয়ে ধারাবাহিকভাবে উসকানি দিয়ে যাচ্ছে রাশিয়া। এটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে রুশ বাহিনী নিকোপল এবং পার্শ্ববর্তী শহর মারগানেৎসে গোলা হামলা চালাতে পারে।

শেয়ার করুন