নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, মীর জাফররা ইউনাইটেড (একতাবদ্ধ)। ওরা আমার দলের ভেতরে বসেও ইউনাইটেড, দলের বাইরে বসেও ইউনাইটেড। আর মোশতাক তো দলের ভেতরে ছিল। মুখোশ পরা চকচকে লোক, চামচামিতেও তারা সবচেয়ে বেশি ওস্তাদ। দলে চামচামি, হাইব্রিড, মুখোশ পরা লোক যখন দেখি, তখন মাঝে মাঝে নিজের মধ্যে থেকে একটা বিদ্রোহ জেগে ওঠে। বহু কষ্টে এটা চাপা দিয়ে রাখি। কারণ আমরা তো শেখ হাসিনার কর্মী।
বুধবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে রাজনীতির চেয়ে অপরাজনীতি বেশি হচ্ছে। ঐক্যের চেয়ে কোন্দল বেশি। কিছু লোক কোন্দল লাগিয়ে রাখার চেষ্টা করছে। বড় বড় পদ পদবি আদায় করে এনজয় করছেন। আমি প্রশ্ন রাখতে চাই, আমরা দল করছি, নাকি দলের ভেতরে কোন্দল করছি? বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করছি, নাকি পদ পদবি ভাগানোর জন্য যতটুকু পদলেহন করা যায় ততটুকু পদলেহন করছি।
তিনি আরও বলেন, পদ পাওয়ার আগ পর্যন্ত জান দিয়ে প্রাণ দিয়ে আমরা দেখাচ্ছি আমার চেয়ে বড় আওয়ামী লীগার আর কেউ নেই। কিন্তু যখন পদ পেয়ে যাচ্ছি, তখন চিন্তা করছি আমার চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ নেই। যখন দেখি ত্যাগী ত্যাগী নেতারা কষ্ট পায় তখন অনেক খারাপ লাগে। আর যারা ত্যাগের ধারে কাছে দিয়েও হাঁটেনি তারা ক্ষমতা এনজয় করে। এটা খারাপ লাগে। দলের আভ্যন্তরীণ কোন্দলকে বাহবা দেওয়ার কারণ নেই। আভ্যন্তরীণ কোন্দল নিরসন করা আমাদের যেমন দায়িত্ব কেন্দ্রেরও তেমন দায়িত্ব।