রাজধানী ঢাকার পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
আজ বুধবার রাত ৮টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার। আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানান তিনি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় একটি তিন তলা ভবনের টিনশেড ঘরে ভয়াবহ আগুন লাগে। আগুনের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, পল্টন বিজয়নগরের হোটেল ৭১ এর গলিতে একটি তিন তলা ভবনের তৃতীয় তলায় টিনশেড ঘরে আগুন লাগে। হামীম ইলেক্ট্রনিক্স নামে একটি প্রতিষ্ঠানের গোডাউন ছিল সেখানে। তবে কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারনা করা হচ্ছে সেখানে একটি ইলেক্ট্রনিক পণ্যের গোডাউন রয়েছে।