বাংলাদেশের যুবারা শ্রীলঙ্কায় ২৪৪ রানে এগিয়ে

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে বুধবার দ্বিতীয় দিন শেষে ২৪৪ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের করা ৩০৯ রানের জবাবে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কার যুবারা। নাভোদ পারাভিথানা ৩৫ ও নিপুণ ধনঞ্জয়া ৫ রান নিয়ে অপরাজিত আছেন।

আজ বৃহস্পতিবার তারা দুজন তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন। তৌহিদ হৃদয়ের বলে আউট হয়েছেন কামিল মিশ্র (১৯)।

এর আগে মঙ্গলবার ৩ উইকেট হারিয়ে ২০৯ রান তুলে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশের যুবারা। গতকাল বুধবার দ্বিতীয় দিনে বাকি সাতটি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে ১০০ রান যুক্ত করতে পারে। তাতে ৯৬.১ ওভারে ৩০৯ রানে অলআউট হয় তৌহিদ হৃদয়-অমিত হাসানরা। ব্যাট হাতে বাংলাদেশের অমিত হাসান ৬৪, তৌহিদ হৃদয় ৫৪, শামীম হোসেন ৪৩, প্রান্তিক নওরোজ নাবিল ৪৫ ও তানজিদ হাসান ৪২ রান করেন।

বল হাতে শ্রীলঙ্কার চামিন্দু উইজেসিংহে ৪টি, দানিয়েল ২টি, সঞ্জয়া ২টি ও সান্দুম মেন্ডিস ২টি উইকেট নিয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে