ইউক্রেনের খেরসনে একদিনেই ১২০ জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ। শনিবার রাশিয়ার সংবাদমাধ্যম তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইগর কোনাশেনকভ জানান, ইউক্রেনীয় বাহিনীর দুটি ইউনিট খেরসনের প্রাভডাইনের কাছে একটি ব্যর্থ আক্রমণ চালিয়েছিল।
তিনি বলেন, ইউক্রেনের ২৮ তম যান্ত্রিক ব্রিগেডের দুটি ইউনিট, নয়টি ট্যাঙ্ক এবং ১৬টি সাঁজোয়া যান দিয়ে গঠিত বহর খেরসন অঞ্চলের প্রাভদিনো বসতির কাছে একটি আক্রমণাত্মক অভিযান চালানোর ব্যর্থ চেষ্টা করেছিল।
তাঁর মতে, রুশ সেনাবাহিনী ‘কয়েক ঘণ্টার মধ্যে ১২০ জনের বেশি ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করেছে, সাতটি ট্যাংক এবং ১৩টি পদাতিক যুদ্ধযান ধ্বংস করেছে।