কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি

ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তের জের ধরে অস্থিরতা বিরাজ করায় ‘রাজনীতিমুক্ত’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা ছয়টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সোমবার সকাল নয়টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে বলা হয়েছে।

একই সঙ্গে আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ছাড়া অন্য পরিবহন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

universel cardiac hospital

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি চলছে। ১০ অক্টোবর থেকে ক্যাম্পাস খুলবে।’

শেয়ার করুন