কক্সবাজারের উখিয়ায় বালুখালী শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা হলেন সাব মাঝি মৌলভী মো. ইউনুস (৪০) ও আনোয়ার হোসেন (৩৮)।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বালুখালী ১৩নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত দুই রোহিঙ্গা নেতা ১৩নং ক্যাম্পের বাসিন্দা।
নিহত ইউনুস ক্যাম্প-১৩-এর মৌলভী সৈয়দ কাসিমের ছেলে। তিনি ইউনুস ওই ক্যাম্পের এফ/২ ব্লকের সাব মাঝি ছিলেন। মাঝি আনোয়ার (৩৮) ওই ক্যাম্পের মৃত নুর মোহাম্মদের ছেলে। জখম অবস্থায় তাকে হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থান মারা যান।
৮ এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৫/২০ জনের একটি দুর্বৃত্তের দল এ হামলা চালিয়েছে। হেড মাঝি আনোয়ারকে ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকে হামলা চালানো হয়। মৌলভী মো. ইউনুসকে ক্যাম্প-১৯-এর ব্লক-এ/১৮-এর একটি দোকানের সামনে হত্যা করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।