এশিয়ার প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো আইএমএফ

মত ও পথ ডেস্ক

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)
ফাইল ছবি

এশিয়া অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বৈশ্বিক মুদ্রাসংক্রান্ত কঠোরতা, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, চীনা অর্থনীতির ধীরগতি ও ইউক্রেনের যুদ্ধের জন্য উদ্ভূত পরিস্থিতিতে আগের দেওয়া পূর্বাভাস অনুযায়ী প্রবৃদ্ধি হবে না বলে মনে করছে সংস্থাটি।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ইকোনোমকিক আউটলুক রিপোর্টে বলা হয়েছে, যদিও এশিয়ায় মুদ্রাস্ফীতিনর হার বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় কম, কিন্তু মুদ্রাস্ফীতির দীর্ঘমেয়াদি প্রভাব এড়াতে বেশিরভাগ কেন্দ্রীয় ব্যাংককে অবশ্যই সুদের হার বাড়ানো অব্যাহত রাখতে হবে।
আইএমএফ-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, বছরের শুরুর দিকে এশিয়ার অর্থনীতির চাকার যে গতি ছিল তা কমে আসছে। এ গতি কমার হার যতটা আশঙ্কা করা হয়েছিল তার চেয়ে বেশি।

সার্বিক পরিস্থিতি যেন আরও খারাপের দিকে না যায় তার জন্য মুদ্রানীতি আরও শক্ত করার পক্ষেও নিজের মত দিয়েছেন তিনি।

চলতি বছরের এপ্রিলে দেওয়া পূর্বাভাসে আইএমএফ বলেছিল এ বছর এশিয়ার প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ ও আর ২০২৩ সালে হবে ৪.৩ শতাংশ। আর গতকাল দেওয়া পূর্বাভাসে প্রবৃদ্ধি আগের চেয়ে যথাক্রমে ০.৯ শতাংশ ও ০.৮ শতাংশ কমবে বলা হয়েছে।

শেয়ার করুন