মুঠোফোনে ট্রোজান ভাইরাস প্রবেশ করাচ্ছে পাঁচ অ্যাপ

মত ও পথ ডেস্ক

মোবাইল ফোন থেকে করোনা সংক্রমণের আশঙ্কা

মুঠোফোনে অর্থ লেনদেন করেন অনেকেই। কেউ আবার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সেবার গুরুত্বপূর্ণ তথ্য বা পাসওয়ার্ড মুঠোফোনেই সংরক্ষণ করেন। আর তাই অ্যাপের মধ্যে ব্যাংকিং ট্রোজান ভাইরাস যুক্ত করে মুঠোফোনে থাকা আর্থিক লেনদেনের তথ্য ও পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। তথ্যগুলো কাজে লাগিয়ে গোপনে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অর্থও চুরি করছে তারা। ব্যাংকিং ট্রোজান ভাইরাসযুক্ত এমনই পাঁচটি অ্যাপের সন্ধান পেয়েছে নেদারল্যান্ডসের প্রযুক্তি প্রতিষ্ঠান থ্রেট ফ্যাবরিকের একদল গবেষক। খবর এনডিটিভির।

থ্রেট ফ্যাবরিকের তথ্যমতে, অ্যাপগুলো ইনস্টল করলেই অ্যান্ড্রয়েড মুঠোফোনে ব্যাংকিং ট্রোজান ভাইরাস প্রবেশ করে। এরপর মুঠোফোনে থাকা বিভিন্ন আর্থিক সেবা বা প্রতিষ্ঠানের লগইন তথ্য, অ্যাকাউন্ট নম্বরসহ অর্থ লেনদেনের ইতিহাস সাইবার অপরাধীদের কাছে নিয়মিত পাঠাতে থাকে। মুঠোফোন হ্যাক করার পাশাপাশি ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে অর্থও চুরি করতে পারে অ্যাপগুলো। পাঁচটির মধ্যে তিনটি অ্যাপ বেশ জনপ্রিয়। এরই মধ্যে এক লাখবারেরও বেশিবার করে ডাউনলোড হয়েছে অ্যাপগুলো।

universel cardiac hospital

ক্ষতিকর পাঁচটি অ্যাপ হলো- জেটার অথেনটিকেশন, কোডিস ফিসক্যালস, রিকোভার অডিও ইমেজ অ্যান্ড ভিডিও, ফাইল ম্যানেজার স্মল লাইট এবং মাই ফাইন্যান্সেস ট্র্যাকার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ইতালি, জার্মানি, স্পেন এবং পোল্যান্ডে এরই মধ্যে ট্রোজান ভাইরাসটির কার্যক্রম শনাক্ত করা হয়েছে।

শেয়ার করুন