সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে একটি মিছিল থেকে তার গাড়িতে হামলার খবর পাওয়া গেছে।
জানা গেছে, পল্টন এলাকা হয়ে গাড়িতে যাওয়ার সময় একটি মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলা করা হয়। এ সময় গাড়ি ভাঙচুর ও তার সঙ্গে থাকা সরকারি গানম্যানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
জানতে চাইলে মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেন, আমরা এ রকম একটি হামলার খবর পেয়েছি। তাকে (মানিক) আসতে বলা হয়েছে। তিনি আসুক। তার পরে শুনি দেখি কি ঘটেছে।
বিচারপতি মানিকের গানম্যান মো. রফিক বলেন, পল্টনে বিকেল ৪টা থেকে সোয়া ৪টার দিকে স্যারের গাড়ির ওপর হামলা হয়। শুধু গাড়িতেই নয়, স্যারের ওপর, তার গাড়িচালক ও আমার ওপরও হামলা হয়।
কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সমাবেশ ছিল আজ। সমাবেশ থেকেই হামলা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বুধবার নয়াপল্টনে যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ওই সমাবেশে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগ দিতে দেখা গেছে।