বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নিজেদের সবকটি ম্যাচেই জিততে হবে পাকিস্তানকে। চেয়ে থাকতে হবে অন্য সব খেলার দিকেও। এমন সমীকরণ নিয়ে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাবর আজমের দল। পাকিস্তানের এই ম্যাচে চোখ রাখতে হবে বাংলাদেশকেও। শেষ চারে যেতে হলে পাকিস্তানের মতো সমীকরণ যে সাকিব আল হাসানদেরও!

এই ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিয়েছে বাবর আজমকে। টস জিতে তিনি নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। কারণ হিসেবে জানালেন, আগে ব্যাট করে রান তুলে দক্ষিণ আফ্রিকাকে ফেলতে চান বড় রানের চাপে।

ওদিকে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা বললেন, ‘টস জিতলে আমরা ব্যাটিংই করতে চাইতাম। এখানের উইকেটটা শুকনো মনে হচ্ছে। কিছু কিছু জায়গায় সবুজ দেখাচ্ছে। আগে ব্যাট করলেই এখানে সুবিধা পাওয়া যাবে বলে মনে হচ্ছে।’

দুই দলে আছে একটি করে পরিবর্তন। চোটগ্রস্ত ফখর জামানের বদলে দলে ঢুকেছেন মোহাম্মদ হারিস। আর দক্ষিণ আফ্রিকা দলে ডেভিড মিলারের বদলে ঢুকেছেন হাইনরিখ ক্লাসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ট্রিস্তান স্টাবস, ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া, তাবরেজ শামসি।

পাকিস্তান একাদশ

মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

শেয়ার করুন