বিশ্বের সর্ববৃহৎ বার্ন ইনস্টিটিউট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

বিশ্বের সর্ববৃহৎ ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকালে রাজধানীর চানখাঁরপুলে ১৮ তলাবিশিষ্ট ৫০০ শয্যার এ ইনস্টিটিউটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফলে আগুনে পোড়াসহ বিভিন্নভাবে দগ্ধদের চিকিৎসার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হল।

প্রতিষ্ঠানটির চিফ কো-অর্ডিনেটর ডা. সামন্ত লাল সেন জানান, এ ইনস্টিটিউট থেকে রোগীদের সর্বোত্তম সেবা দেয়া হবে। অধিক পোড়া রোগীকে চিকিৎসা দেয়ার সুযোগ হবে এবং এখানকার প্লাস্টিক সার্জনরা দেশের চাহিদা পূরণে সক্ষম হবেন।

২০১৫ সালের ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ ইনস্টিটিউট নির্মাণের অনুমোদন পায়।

২০১৬ সালের ৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চানখাঁরপুলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২৭ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর নির্মাণকাজ শুরু করে।

দুই একর জমির ওপর ৯১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বিশ্বের সর্ববৃহৎ অত্যাধুনিক এ বার্ন হাসপাতালটি।

এটি উদ্বোধনের ফলে হাজার হাজার পোড়া রোগীর সুচিকিৎসার পাশাপাশি চিকিৎসক ও নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এ প্রতিষ্ঠান।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে