বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশে যানজট হয়েছে। সমাবেশে আগত নেতাকর্মীরা সড়কে অবস্থান নেওয়ায় আজ বৃহস্পতিবার বেলা একটা থেকে এ পথ হয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগের কবলে পড়ছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টনে সড়ক বন্ধ হওয়ায় রাজধানীর শান্তিনগর, কাকরাইল মোড়, পুরানা পল্টনের বিজয়নগর, দৈনিক বাংলা ও ফকিরাপুল এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ ডেকেছে ছাত্রদল। পূর্বঘোষিত এ সমাবেশ বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অবশ্য দুপুর সাড়ে ১২টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা নয়াপল্টনে আসা শুরু করেন। সমাবেশ কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।