ভারতের রাজধানী দিল্লীর সাবেক মূখ্যমন্ত্রী মদন লাল খুরানা তার বাসভবনে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রোববার দেশটির কর্মকর্তারা একথা জানান।
শনিবার রাতে ৮২ বছর বয়সী খুরানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর সিনহুয়া’র।
তার পরিবারের এক সদস্য গণমাধ্যমকে বলেন, ‘স্থানীয় সময় গতকাল রাত ১১টার দিকে খুরানা তার কির্তীনগরের বাসভবনে মারা যান।’
তিনি আরো বলেন, ‘গত কয়েকদিন ধরে তিনি বুকে সংক্রমণ ও জ্বরে ভুগছিলেন।’
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র নেতা খুরানা চার দফা পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত নয়াদিল্লীর মূখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি ২০০৪ সালে রাজস্থানের গভর্নরের দায়িত্ব পালন করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুরানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি বলেন, ‘বিজেপির দিল্লী শাখাকে শক্তিশালী করার জন্য মদন লাল খুরানা স্মরণীয় হয়ে থাকবেন। তিনি দিল্লীর দেশভাগ পরবর্তী শরণার্থীদের জন্য আন্তরিকভাবে সেবা করেছেন ও তাদের দুর্ভোগ লাঘবে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন। আমি তার পরিবারের সদস্য ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
খুরানা তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
দিল্লীর সাবেক মূখ্যমন্ত্রী মদন লাল খুরানা আর নেই
আন্তর্জাতিক ডেস্ক