সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ সাত দফা দাবিতে সিলেট ও চট্টগ্রামের পর ঢাকায় জনসভার তারিখ দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
আগামী ২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বা বিএনপি কার্যালয়ে সামনে এই জনসভার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
রিজভী বলেন, ৭ দফা দাবিতে আগামী ২ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা অনুষ্ঠিত হবে। এই দুই জায়গার যেখানেই অনুমতি পাব সেখানেই আমরা এই জনসভা করব।
ঢাকার পর রাজশাহীতে আগামী ৬ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা হবে বলেও জানান তিনি।
গত ১৩ অক্টোবর গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর ২৪ অক্টোবর সিলেটের রেজিস্টারি মাঠে ও ২৭ অক্টোবর চট্টগ্রাম বিএনপি কার্যালয়ের সামনে ফ্রন্টের জনসভা হয়।
বিভিন্ন জেলায় ‘গায়েবি মামলায়’ নেতা-কর্মীদের গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে ধরে রিজভী বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত সারা দেশে গায়েবি মামলার সংখ্যা ৪ হাজার ২৪৫টি। এতে মোট আসামি করা হয়েছে ৩ লাখ ৯২ হাজার ১২ জনকে। গ্রেপ্তারের সংখ্যা ৫ হাজার ৫৩৭ জন।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় নেতৃরা উপস্থিত ছিলেন।