ভারতকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে

ক্রীড়া ডেস্ক

সেমিফাইনালে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

নেপালের আনফা কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল ম্যাচ।

বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু ম্যাচের ১৭ মিনিটে পাত্রে হার্শ শৈলাসের গোলে এগিয়ে গিয়েছিল ভারত। সেই গোলে জয়ের পথেই ছিল তারা।

দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে (৯৩ মিনিট) পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান নিহাত জামান উচ্ছ্বাস।

পরে টাইব্রেকারে দুটি স্পট-কিক ঠেকিয়ে বাংলাদেশের জয়ের নায়ক গোলরক্ষক মেহেদী হাসান।

দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ও নেপালের মধ্যে জয়ী দলের বিপক্ষে শনিবারের ফাইনালে খেলবে বাংলাদেশ দল।

এর আগে গ্রুপপর্বে মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নাম লেখায় সেমিফাইনালে। শিরোপা থেকে বাংলাদেশ এখন আর এক ম্যাচ।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে