ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন সামনে রেখে প্রার্থী তালিকা দেওয়া হয়েছে। এ তালিকায় নেই সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলের নেতা মানিক সরকারের নাম। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভার নির্বাচন হবে।
এর আগে বুধবার রাতে বামপন্থী দলগুলো প্রার্থী তালিকা প্রকাশ করে। তবে সিপিএমের দেওয়া তালিকায় নাম নেই টানা ২০ বছর ধরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে থাকা ৭৪ বছরের মানিক সরকারের। প্রবীণ এ কমিউনিস্ট নেতা ভোটে না দাঁড়ালেও উন্নয়নমুখী দক্ষ সরকার গঠনে প্রচার চালাবেন বলে জানিয়েছেন।
৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় এবার ৪৩টি আসনে লড়ছে সিপিএম। ত্রিপুরায় বিজেপিকে হারাতে কংগ্রেসের সঙ্গে জোট করেছে বাম দলগুলো। বামদের প্রার্থী তালিকায় মানিক সরকার ছাড়াও তাঁর মন্ত্রিসভারই ৫ সাবেক সদস্যসহ বর্তমান বিধানসভার মোট ৮ জন সদস্যকে এবার টিকিট দেয়নি সিপিএম।
বাম নেতৃত্বের এ পদক্ষেপে ভোটের আগেই বিজেপি বিরোধী লড়াই কিছুটা দুর্বল হয়ে পড়ল বলে কংগ্রেস নেতৃত্বের একাংশের মত। তবে সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী জানান, পলিটব্যুরোর সদস্য মানিক সরকারসহ বাকিদের পরামর্শ ও সহযোগিতা নিয়েই চলবে দল।