৩০০ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ ও তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহীমসহ চারজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এই নির্দেশ দেন। বাকি দুজন হলেন, মোরশেদ মুরাদের ছোট ভাই ফয়সাল মুরাদ ইব্রাহীমের স্ত্রী হুমায়রা করিম ও তাদের প্রতিষ্ঠান আইজি নেভিগেশন লিমিটেডের পরিচালক সৈয়দ মোজাফফর হোসেন। তিনি সম্পর্কে মোরশেদ মুরাদের সৎভাই।
মোরশেদ মুরাদ ইব্রাহীম (জাপা এরশাদ) কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি। তার স্ত্রী মাহজাবীন মোরশেদ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের (মহিলা আসন-৪৫) সাবেক সদস্য।
অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, বেসিক ব্যাংকের দুটি মামলায় ৩০০ কোটি টাকার ঋণখেলাপি বিবাদীরা। তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বিশেষ শাখাকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, আদেশে বিচারক উল্লেখ করেন, দুটি মামলায় বেসিক ব্যাংকের দাবি ৩০০ কোটি টাকার বেশি। ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি জামানত নেই। বিবাদীদের সই করা ট্রাস্ট রিসিট ও ব্যক্তিগত গ্যারান্টির ভিত্তিতে ঋণ বিতরণ করা হয়েছে। ঋণ গ্রহণের পর বিবাদীরা ব্যবসা পরিচালনা করলেও কোনো ঋণ পরিশোধ করেননি ব্যাংকে। তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র ও কানাডায় আছেন। তারা দেশ ত্যাগ করলে জনগণের আমানতের বিপুল টাকা আদায় অযোগ্য হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।