বিরূপ আবহাওয়া ও লাগাতার বৃষ্টির ফলে নেপালে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন দেড় হাজারের বেশি ভারতীয় পর্যটক৷ উদ্বেগে তাদের পরিজনেরা৷ যদিও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আটকে পড়া পর্যটকদের সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানান, নেপালের সিমিকোটে ৫২৫ জন, হিলসাতে ৫৫০ জন এবং তিব্বত অঞ্চলে ৫০০ জন পর্যটক আটকে পড়ে রয়েছে৷ নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপালগঞ্জ ও সিমিকোটে প্রতিনিধিদের পাঠানো হয়েছে৷ তাঁরা ভারতীয় পর্যটকদের সঙ্গে অনবরত যোগাযোগ রেখে চলেছেন।
পর্যটকদের আশ্বস্ত করে জানানো হয়েছে, চিকিৎসা ব্যবস্থা ও থাকা খাওয়ার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে৷ সিমিকোটে আটকে পড়া প্রবীণ ও বয়স্ক পর্যটকদের জন্য স্বাস্থ্য শিবির খোলা হয়৷ তাদের প্রয়োজনীয় চিকিৎসা করা হয়৷ হিলসাতে পুলিশকে পর্যটকদের সাহায্যের অনুরোধ করা হয়েছে৷
আন্তর্জাতিক