যারা মিথ্যা কথা বলে তারা কাজ করে না: মোকতাদির চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, এই অঞ্চলের খুব বাজে অবস্থা ছিল। রাস্তা-ঘাট ছিল না, আমি নিজেই পায়ে হেঁটে এসেছিলাম। নিজে চেষ্টা করলে কাজ করা যায়। চেষ্টা না করে লাফা লাফি করলে কাজ করা যায় না। আমি সবসময় আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি এবং আমার আন্তরিক প্রচেষ্টার কারণেই ৩০ বছর আগের অবস্থা এখন আর নেই। মনে রাখবেন, যারা মিথ্যা কথা বলে তারা কাজ করে না; আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মিথ্যা কথা বলি না।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুরে ‘সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোকতাদির চৌধুরী বলেন, আমি যতবার নির্বাচন করেছি, এই অঞ্চলের মানুষ ততবারই আমাকে বাক্স ভরে ভোট দিয়েছে, সেইজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

অতীতের প্রসঙ্গ টেনে জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, আমি যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ছিলাম, এখানে তখনকার যুবদল ও বর্তমান বিএনপি নেতা সাঈদুল হক সাঈদ ও আবদুল হাই-এর অনুরোধে স্কুল, মাদ্রাসা করে দেই, পরে এমপিওভুক্তও করে দেই। তাছাড়া সেইসময় এ অঞ্চলে ১৭টি ব্রিজও নির্মাণ করে দিয়েছিলাম।

তিনি আরও বলেন, আপনাদের এলাকার অনেক নেতা আছেন, কিন্তু কেউ কোনো কাজ করেনি। আমাদের প্রিয় হারুন ভাই (হারুন অর রশিদ, বিএনপি নেতা) পাঁচবারের এমপি ছিলেন কিন্তু কোনো কাজ করেননি। যদিও আমি তাকে কখনোই ভোট দেইনি, কিন্তু আমরাই তো তাকে এমপি বানিয়েছিলাম।

এদিন সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাসুম আহমেদ। এছাড়া সহ সভাপতি পদে কাশেম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ সিদ্দিক ও মহিলা বিষয়ক সম্পাদক পদে সুলতানা লাইলির নাম ঘোষণা করা হয়।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে নতুন কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

বিকেল সাড়ে তিনটার দিকে সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঁইয়া সম্মেলন উদ্বোধন করেন।

বিকাল ৬টার দিকে নতুন কমিটির নেতাদের ঘোষণা করেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, সহসভাপতি মো. হেলাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম।

এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা নিশাত,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন প্রমুখ।

এরআগে শুক্রবার দুপুরে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত গাছতলা বিরামপুর বুধগণী ব্রীজ-এর শুভ উদ্বোধন করেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

শেয়ার করুন