নিয়ন্ত্রণ হারিয়ে ৩১টি গাড়ির ওপর দিয়ে গেল ট্রাক, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

চীনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সারিতে দাঁড়িয়ে থাকা ৩১টি গাড়ি দুমড়ে-মুচড়ে দিয়েছে। এ ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪৪ জন।

রোববার দেশটির লানঝাউ শহর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

লানঝাউ প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, শনিবার রাতে ভারী ট্রাকটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং টোল বুথে সারিতে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর ওপর উঠে যায়। আহতদের ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বড় ও ভারী ট্রাকটির চালক লি ফেংকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

আরেক চীনা সংবাদমাধ্যম চীনা ডেইলি জানিয়েছে, গাড়িটি লিয়াঅনিং প্রদেশে রেজিস্ট্রেশন করা হয়েছে। মহাসড়কে ট্রাক নিয়ে এটাই ছিল লি’র প্রথম যাত্রা।

চীনে প্রায় সড়ক দুর্ঘটনা হয়। গত সপ্তাহে এক বাস চালক ও যাত্রীর মধ্যে হাতাহাতির এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সেতু থেকে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় বাসের ১৫ আরোহী নিহত হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে