বিএনপির নেতা জমির উদ্দিন সরকার ২৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলেন

নিজস্ব প্রতিবেদক

আদালতের আদেশে রাষ্ট্রীয় কোষাগারে ২৭ লাখ টাকা জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার। ঢাকার বিশেষ জজ আদালত-৭–এর মাধ্যমে এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন তিনি।

জমির উদ্দিন সরকারের আইনজীবী হান্নান ভূঁইয়া মঙ্গলবার বলেন, বিচারিক আদালতের আদেশ অনুযায়ী সোনালী ব্যাংকের হাইকোর্ট শাখায় সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার ২৭ লাখ টাকা জমা দিয়েছেন। আগামী ৯ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

universel cardiac hospital

এর আগে ৬ মার্চ জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় কোষাগারে ২৭ লাখ টাকা জমা দেওয়ার আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায়।

জমির উদ্দিন সরকারের অপর আইনজীবী জাকির হোসেন জানান, বিদেশে চিকিৎসার জন্য অবৈধ উপায়ে সরকারি অর্থ অনুমোদন, তা তুলে আত্মসাৎসহ কয়েকটি অভিযোগে ২০১০ সালে জমির উদ্দিনের বিরুদ্ধে পাঁচটি মামলা করে দুদক। ২০১২ সালে দুদক তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। পরে বিচারিক আদালত মামলার অভিযোগপত্র আমলে নেন।

ওই আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে বিবিধ আবেদন করেন জমির উদ্দিন সরকার। পরে দুর্নীতির পাঁচটি পৃথক মামলা বাতিল প্রশ্নে ২০১৬ সালে বিভক্ত রায় দেন হাইকোর্ট।

আইনজীবী জাকির হোসেন আরও বলেন, আপিল বিভাগ শুনানি নিয়ে গত বছর রায় দেন। তাতে বিদেশে চিকিৎসা বাবদ জমির উদ্দিন সরকারের নেওয়া ২৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৮ ডিসেম্বর শেরেবাংলা নগর থানায় দুদক এসব মামলা করে। মামলা তদন্ত করে ২০১২ সালের ৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

শেয়ার করুন