জাতীয় ক্রিকেট লীগে(এনসিএল) ৬ বছর পর চ্যাম্পিয়ন হলো রাজশাহী বিভাগ।
বৃহস্পতিবার টায়ার-১’র চার দিনের ম্যাচে বরিশাল বিভাগকে ছয় উইকেটে হারিয়েছে রাজশাহী। এর আগে গেল দুই আসরের টানা চ্যাম্পিয়ন ছিল খুলনা ডিভিশন।
শুরুর দিন টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৯৭ রানেই অলআউট হয় বরিশাল। জবাবে প্রথম ইনিংসে ১৬০ রান তোলে রাজশাহী।
পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বরিশাল বিভাগ। আল-আমিনের ৯৭ , শামসুল ইসলামের ৫৬ আর নুরুজ্জামানের ৪৫ রানের ইনিংসে ভর করে ৩৪৬ রান তোলে তারা। এতে ২৮৪ রানের টার্গেট দাঁড়ায় স্বাগতিক রাজশাহীর জন্য।
কিন্তু জবাবে ব্যাট করতে নেমে জুনায়েদ সিদ্দিকির দুর্দান্ত সেঞ্চুরিতে মাত্র চার উইকেটে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।
ম্যাচ শেষে ১২০ রানে অপরাজিত ছিল জুনায়েদ। ১৮১ বালে তার ইনিংসটি সাজানো ছিল ১৪টি বাউন্ডারি দিয়ে। রাজশাহীর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করে জহুরুল ইসলাম। আর প্রথম ইনিংসে শূন্য করা সাব্বির রহমান দ্বিতীয় ইনিংসে ৪ রানে অপরাজিত ছিলেন।
দুই ইনিংস মিলিয়ে ১৯৮ রান করে ম্যাচসেরা হয়েছে জুনায়েদ সিদ্দিকি।