দেশের ৪৩ জেলায় তাপপ্রবাহ, আরও বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক

চৈত্র মাস তার নিজ রূপ দেখাতে শুরু করেছে। চারদিকে তাপপ্রবাহ। অথচ এ মাসের প্রথম দুই সপ্তাহে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে কম। এর কারণ ছিল বৃষ্টি। কিন্তু বৃষ্টির রেশ কমে যাওয়ায় সপ্তাহখানেক ধরে প্রচণ্ড গরম পড়েছে। আজ রোববার দেশের ৪৩টি জেলায় তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর বিস্তৃতি আরও বাড়তে পারে বলেও জানিয়েছে তারা।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলায় এবং রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অর্থাৎ চার বিভাগের ৪০টিসহ মোট ৪৩ জেলায় এখন তাপপ্রবাহ বইছে। এ পরিস্থিতি অব্যাহত থাকবে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ আজ বিকেলে বলেন, যে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বইছে, তা অব্যাহত থাকবে অন্তত আরও তিনদিন। দু–এক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

শেয়ার করুন