ইসির নীতিমালা সাংবাদিকদের শিকলবন্দী করবে: সুজন

নিজস্ব প্রতিবেদক

সুজন-ইসি
ফাইল ছবি

নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচন কমিশনের (ইসি) জারি করা নীতিমালা বাতিলের আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আজ রোববার সুজন এ আহ্বান জানিয়ে বলেছে, নীতিমালার নির্দেশনাগুলো কার্যত সাংবাদিকদের শিকলবন্দী করবে।

সুজন এক বিবৃতিতে বলেছে, নীতিমালাটি সাংবাদিকদের নির্বাচনী তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। সাংবাদিকদের সঙ্গে কোনো ধরনের আলাপ-আলোচনা না করেই এ নীতিমালা জারি করা হয়েছে; যা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশীজনদের কার্যকর অংশগ্রহণের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করেছে। নীতিমালাটি বাতিল করে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিতে হবে।

সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদারের সই করা এ বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন ১২ এপ্রিল নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যমকর্মীদের জন্য একটি নীতিমালা জারি করে। বিভিন্ন সাংবাদিক ও নাগরিক সংগঠনের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে নীতিমালাটি সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে কমিশন আশ্বাস দিয়েছে। কিন্তু দুই সপ্তাহ পেরোলেও এটি সংশোধন বা বাতিলের উদ্যোগ নেওয়া হয়নি।

শেয়ার করুন