ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
৩০ এপ্রিল (রোববার) সন্ধ্যায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বৈশাখকে আগে সামাজিকভাবে অনেক গুরুত্ব দেয়া হতো। এখন আমরা সেখান থেকে অনেক দূরে চলে এসেছি। বৈশাখ মাসের চেয়ে ইংরেজি বর্ষবরণকে বেশি গুরুত্ব দেই। বাংলাদেশ বাঙালিদের দেশ। বাঙালির দেশ যতদিন থাকবে ততদিন বাঙালির সংস্কৃতির চর্চা থাকবে।
রাজনীতি ও সংস্কৃতির সম্মিলন প্রয়োজন। এই দুটো ছাড়া দেশকে সঠিক মাপকাঠিতে পাওয়া যাবে না। সেজন্য রাজনৈতিক কর্মীদের এমন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।
বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক উপাধ্যক্ষ এ কে এম শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দূস, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
তিন দিনব্যাপী বৈশাখী উৎসব চলবে আগামী ২ মে পর্যন্ত।