নতুন রাজনৈতিক দল ‘জাতীয় সমন্বয় কমিটি’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

বাক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, মানবিক মর্যাদাশীল রাষ্ট্র ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জাতীয় সমন্বয় কমিটি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে প্রতিবাদকারী একঝাঁক তরুণ নেতার নেতৃত্বে সংগঠনটি গঠিত হয়েছে।

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আজ শনিবার দুপুরে সংগঠনের সভাপতি হানিফ বাংলাদেশির সভাপতিত্বে এবং মেহেদি হাসানের সঞ্চালনায় এর আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়।

universel cardiac hospital

এতে স্বাগত বক্তব্য দেন মোজাম্মেল মিয়াজী। মূল প্রবন্ধ পাঠক করেন সুরাইয়া ইয়াসমিন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মূল আলোচনা করেন সাংবাদিক সৈয়দ শিমুল পারভেজ। ওই সময় আরও বক্তব্য দেন- ছাত্রনেতা ইউসুফ শাকিল, রেশমা আক্তার, শামসুল আলম, অধ্যাপক আজিজুল রহমান মিঠুসহ অনেকে।

শেয়ার করুন