চলতি বছর চীনে রাশিয়ার জ্বালানি সরবরাহ বাড়বে: রাশিয়ার উপপ্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

চলতি বছর চীনে রাশিয়ার জ্বালানি সরবরাহ ৪০ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকসান্দার নোভাক। আজ মঙ্গলবার সাংহাইয়ে রাশিয়ান-চাইনিজ বিজনেস ফোরামে তিনি এসব কথা বলেন। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাচ্ছে মস্কো।

রাশিয়ার প্রধানমন্ত্রী বর্তমানে চীন সফর করছেন। সেখানে তাঁর সঙ্গে থাকা প্রতিনিধিদলে রয়েছেন নোভাক। রাশিয়ান-চাইনিজ বিজনেস ফোরামে নোভাক বলেন, চীনের সঙ্গে সম্পর্কের মূল স্তম্ভ জ্বালানি খাত। এ বছর জ্বালানি সরবরাহ আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বাড়বে।

নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ঘাটতির মুখে পড়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রযুক্তিগত সরঞ্জামের যে ঘাটতি তৈরি হয়েছে, সে বিষয়ে রাশিয়া ও চীনের মধ্যে সহযোগিতা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার গ্যাস রপ্তানি কমে গেছে।

ইউরোপের দেশগুলো যেমন রাশিয়ার বিকল্প হিসেবে অন্য দেশ খুঁজছে, তেমনি রাশিয়াও বিকল্প ক্রেতা হিসেবে চীনসহ কয়েকটি দেশের দিকে ঝুঁকেছে। খবর এএফপির।

শেয়ার করুন