আলিপুর কেন্দ্রীয় কারা জাদুঘরে নজরুল সেলের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার কলকাতার ঐতিহ্যবাহী আলিপুর কেন্দ্রীয় কারাগারে নজরুল সেলের উদ্বোধন হয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলন করতে গিয়ে কবি নজরুল গ্রেপ্তার হয়ে এই কারাগারে ১৯২৩ সালের ১৭ জানুয়ারি থেকে ৮৭ দিন বন্দী ছিলেন। খবর আনন্দবাজার পত্রিকার।

সেই সেলের প্রথম অংশকে নজরুল সেল হিসেবে আজ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন এই সেলের নির্মাতা হিডকোর (দ্য ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন) চেয়ারম্যান দেবাশীষ সেনসহ বিশিষ্টজনেরা।

ব্রিটিশ আমলে এই বিরাট সেলে একসময় বন্দিজীবন কাটিয়েছেন কবি নজরুলসহ নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, ঋষি অরবিন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ডা. বিধানচন্দ্র রায়সহ ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামীরা।

শেয়ার করুন