ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬১ রোগী

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু
ফাইল ছবি

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৬১ জন এবং এই সময়ের মধ্যে মারা গেছেন দুই জন। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৬৪ জন।

বৃহস্পতিবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৩৩ জন ঢাকার এবং ঢাকার বাইরের ২২৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ১২৯ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯০ জন। আর বাকি ৬৩৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১১ হাজার ১১৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৮ হাজার ৯২৩ জন।

শেয়ার করুন