বরিসকে মানসিক হাসপাতালে যেতে বললেন মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে বলেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সদস্য হিসেবে ইউক্রেনকে গ্রহণের বিষয়ে বরিসের আহ্বানের জেরে তাকে নিয়ে মেদভেদেভ এমন মন্তব্য করেন। খবর আরটির।

রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ বলেন, মনোরোগ বিশেষজ্ঞদের দিয়ে বরিসের চিকিৎসা করানো উচিত। বরিসের প্রস্তাবের প্রতিক্রিয়ায় মেদভেদেভ টেলিগ্রামে লিখেছেন, এই অবসরপ্রাপ্ত মূর্খকে বরং মানসিক হাসপাতালের গ্রহণ করাই ভালো।

বরিসের বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দাবি জানানোর অভিযোগ আনেন মেদভেদেভ। এ প্রসঙ্গে তিনি বলেন, বরিসের জন্য মানসিক হাসপাতালই হবে উপযুক্ত জায়গা। গত শুক্রবার ডেইলি মেইলে একটি মতামতধর্মী নিবন্ধ লিখেছেন বরিস। এতে তিনি ন্যাটোর সমালোচনা করেন।

ন্যাটোর সদ্য সমাপ্ত শীর্ষ সম্মেলনে বলা হয়েছে, শর্ত পূরণ করলেই শুধু এই জোটে যোগ দেওয়ার জন্য ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হবে। ন্যাটোর এ কথায় অসন্তোষ প্রকাশ করেছেন বরিস। তার মতে, রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনের এখনই ন্যাটোর সদস্যপদ সবচেয়ে বেশি প্রয়োজন।

শেয়ার করুন