অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন চায় যুক্তরাজ্য: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠকের পর যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বিএনপির সঙ্গে বৈঠক করেছেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে দেশে চলমান রাজনীতি, আগামী নির্বাচন, নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে বিএনপির কূটনৈতিক উইংয়ের চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। গত এক সপ্তাহে দেশে যেসব ঘটনা ঘটেছে, তা বৈঠকে তুলে ধরা হয়েছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারদলীয়দের হামলা, পুলিশের গুলিতে মৃত্যু, গ্রেপ্তার, মামলা, প্রশাসনে বদলি ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সরকারের ভোট চুরির প্রকল্প অব্যাহত আছে। এর কোনো পরিবর্তন কেউ দেখতে পাচ্ছে না। নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোট চুরির প্রকল্প ভাঙার একমাত্র পথ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। বৈঠকে এসব আলোচনা উঠে এসেছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ছিলেন হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন করে কিছু বলার নেই। একটা কথা বারবার বলছি– গণতন্ত্রকামী দেশগুলো, মানবাধিকার, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সংগঠনগুলো বাংলাদেশের বিষয়ে একমত। তারা নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশীদারিত্বমূলক নির্বাচন চায়। বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশার সঙ্গে গণতান্ত্রিক দেশগুলোর প্রত্যাশার মিল রয়েছে

শেয়ার করুন