চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে ৯টায় শুরু হয় সিরিজের প্রথম টেস্টটি।
এই টেস্টে সাকিব আল হাসানের খেলা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল সংশয়। কিন্তু সব সংশয় কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের নেতৃত্ব দেবেন সাকিব। এদিকে টেস্ট অভিষেক হতে যাচ্ছে স্পিনার নাইম হাসানের। দলে ফিরেছেন সৌম্য সরকারও।
অবশ্য হঠাৎ করেই স্কোয়াডে ডাক পাওয়া সাদমান ইসলামের টেস্টে অভিষেকের অপেক্ষা আরো বাড়ল। তরুণ সাদমানের বদলে অভিজ্ঞ ইমরুল ও সৌম্য সরকারের ওপরই বাংলাদেশের ওপেনিংয়ের ভার পড়েছে। আর সাকিব দলে ফেরায় বাদ পড়েছেন আরিফুল হক। একাদশ থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদও।
একাদশ :
বাংলাদেশ : ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাইম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কাইরেন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমেয়ার, সুনিল আমব্রিস, রোস্তন চেজ, শেন ডোরিচ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকান, শ্যানন গ্যাব্রিয়েল।