চলে গেলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সুরিন্দর

বিনোদন ডেস্ক

চলে গেলেন পাঞ্জাবি সংগীতশিল্পী সুরিন্দর শিন্দা। বুধবার সকাল সাড়ে সাতটায় লুধিয়ানার ডিএমসি হাসপাতালে সুরিন্দর শেষনিশ্বাস ত্যাগ করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, অসুস্থ শিল্পীকে স্থানীয় মডেল টাউন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। লুধিয়ানায় ২০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিল্পী। দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যু হয় তার। শিল্পীর বয়স হয়েছিল ৬৪ বছর। শিন্দার একটি ছোট অস্ত্রোপচারও হয়েছিল। অস্ত্রোপচারের পরই তাঁর সংক্রমণ ধরা পড়ে। তিনি শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন।

এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগেও বেশ কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। ভক্তরা ভীষণভাবে উদ্বিগ্ন ছিলেন তার এই খবরে। সে সময়ে তার ছেলে মনিন্দর শিন্দা সংবাদমাধ্যমে আশ্বস্ত করেন যে তার বাবা ঠিক আছেন। গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। বাবার শারীরিক অবস্থা সময়মতো তিনি জানাবেন।

শিল্পীর অনুরাগীরাও মনিন্দরের লাইভে এসে সুরিন্দরের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একদিকে যখন অসুস্থ পরিবারের মানুষ, সেই সময় একের পর এক গুজবে আরও ভেঙে পড়েছিলেন পরিবার-পরিজনেরা। তবে সব লড়াই যেন মুহূর্তে থমকে গেল। গুজবই সত্যি হলো।
সুরিন্দর শিন্দার বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে। বছরের পর বছর একের পর এক ছবিতে হিট গান মুগ্ধ করেছে ভক্তদের।

তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘পুত জত্তন দে’, ‘ট্রাক বিলিয়া’, ‘বলবিরো ভাবী’, ‘কাহের সিং দি মাউত’ ইত্যাদি। এ ছাড়া ‘জিওনা মোড়’ এবং ‘বদলা লে লায়েন সোহনেয়া’ গানগুলো পাঞ্জাবি সংগীতের অন্যতম সেরা হিট গান। শুধু একজন জনপ্রিয় সংগীতশিল্পী ছিলেন না, একাধিক পঞ্জাবি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। ‘পুত জাটান দা’, ‘উঁচা দর বাবে নানক দা’-এর মতো কিছু ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছে তাকে।

শেয়ার করুন