চট্টগ্রামে শক্তিশালী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে

সারাদেশ ডেস্ক

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের চাহিদার কথা বিবেচনায় রেখে চট্টগ্রামে শক্তিশালী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।এ লক্ষে ২০২২ সালের মধ্যে ৫০টি সাবস্টেশন যুক্ত হবে। সে হিসেবে আগের ৫২টিসহ সাবস্টেশনের সংখ্যা দাঁড়াবে ১০২টিতে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, চট্টগ্রামে বছরে ৮ থেকে ১০ শতাংশ হারে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে চট্টগ্রাম জোনে ১০ লাখ পিডিবি’র ও ১০ লাখ পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক রয়েছে। বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৮০০ মেগাওয়াট, চাহিদা আছে এক হাজার ১শ’ মেগাওয়াট।

শক্তিশালী বিতরণ ব্যবস্থা গড়ে তুলতে এজন্য এক হাজার ২৮৩ মেগাওয়াট লোড ধারণের উপযোগী নতুন সঞ্চালন লাইন স্থাপন, সাবস্টেশন নির্মাণ, পুনর্বাসন ও ক্ষমতাবৃদ্ধির কাজ হাতে নেয়া হয়।

মূলত ২০৩০ সাল পর্যন্ত চাহিদাকে টার্গেট করে দুই প্রকল্পের আওতায় ৫০ সাবস্টেশন যুক্ত হবে। এরমধ্যে ২০১৯ সালের জুনের মধ্যে ১৪টি সাবস্টেশন ও ২০২২ সালের ডিসেম্বরে বাকি ৩৬টি সাবস্টেশনের কাজ শেষ হবে। এক হাজার ৪শ’ কোটি টাকা ব্যয়ে প্রথম প্রকল্পের ১৪টি সাবস্টেশনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

সাবস্টেশনগুলো হচ্ছে-কল্পলোক আবাসিক এলাকা, অনন্যা আবাসিক এলাকা, মইজ্জ্যারটেক, রহমতগঞ্জ, মনসুরাবাদ, অক্সিজেন, কালুরঘাট, এশিয়ান উইমেন ইউনিভার্সিটি, আনন্দবাজার, কাট্টলী, মাদাম বিবিরহাট, সন্দ্বীপ, বান্দরবান এবং রামু এলাকা।

এছাড়াও ক্ষমতাবৃদ্ধির জন্য নির্বাচিত ৪টি সাবস্টেশন হলো-বাকলিয়া, খুলশী, হাটহাজারী এবং চকরিয়া সাবস্টেশন। এরমধ্যে সন্দ্বীপ সাবস্টেশনের কাজ শেষ হয়েছে, বিদ্যুতও সরবরাহ করা হয়েছে এলাকায়।

দ্বিতীয় প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬শ’ কোটি টাকা। এ প্রকল্পের কাজ ২০১৯ সালের মধ্যে শুরু হবে আর শেষ হবে ২০২২ সালের ডিসেম্বরে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন গণমাধ্যমকে জানান, ২০১৯ ও ২০২২ সাল মেয়াদ পর্যন্ত ৪ হাজার কোটি টাকা ব্যয়ে দুই প্রকল্পের মধ্যে প্রথম প্রকল্পের ১৪টি সাবস্টেশনের (৩৩/১১ কেভিএ) কাজ শুরু হয়েছে। দ্বিতীয় প্রকল্পের ২৬টি সাব স্টেশনের কাজ ২০১৯ সালের মধ্যে শুরু হবে। আগামী ১০ থেকে ১৫ বছর টার্গেট করে প্রকল্পগুলো নেওয়া হয়েছে।

তিনি বলেন, এসব প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রামে এক মিনিটের জন্যও বিদ্যুৎ যাবে না। শিল্পকারখানায়ও চাহিদা পরিমাণ বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাবে। তখন অর্থনীতিতে সারাদেশের মতো চট্টগ্রামও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে