ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন। দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলন শেষে তিনি বাংলাদেশ সফর করবেন। তিন দশক পর ফরাসি কোনো প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকে অংশীদারত্ব বহুমুখী করার সুযোগ হিসেবে দেখছে প্যারিস। আজ সোমবার ঢাকায় ফ্রান্স দূতাবাস তাদের এক্স (আগের নাম টুইটার) ও ফেসবুকে মাখোঁর সফরের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে এ আশাবাদের কথা শুনিয়েছে। ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা বাংলাদেশে এসেছিলেন।
ফ্রান্স দূতাবাসের ফেসবুক ও এক্সে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ৯-১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি যাবেন। তারপর তিনি ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন। ফ্রান্স দূতাবাস বলছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত বাড়ছে। ফ্রান্সের প্রেসিডেন্টের সফরের মাধ্যমে দুই দেশের অংশীদারত্ব বহুমুখী করার একটি সুযোগ তৈরি হবে। বৈশ্বিক চ্যালেঞ্জের মোকাবিলা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ব্যাপক সাযুজ্য রয়েছে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। এ কারণে মানবিক সহায়তা, বিশেষ করে নিয়মিত বন্যার ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। শান্তি রক্ষা কার্যক্রম কিংবা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়দান, যে কোনো আন্তর্জাতিক সহমর্মিতার উদ্যোগে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেছে দূতাবাস।