পুরো পৃথিবী স্মার্ট হচ্ছে, আমরা পিছিয়ে থাকব কেন: মোকতাদির চৌধুরী এমপি

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, আমরা সকলে স্মার্ট বাংলাদেশ চাই। পুরো পৃথিবী স্মার্ট হয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে থাকব কেন?

রোববার (৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোকতাদির চৌধুরী বলেন, বাংলাদেশটা আমার-আপনার সকলের। সুতরাং এ দেশকে উন্নত দেশে পরিণত করতে হবে। এখন ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত উন্নত একটি দেশ করতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ করতে চান। স্মার্ট পৃথিবীর সাথে চলতে গেলে, স্মার্ট বাংলাদেশ হতে হবে।

তিনি বলেন, প্রতিবেশীরা চাঁদ যেতে পারলে আমরা কেন যেতে পারবো না? তিনি চাঁদে যাওয়ার স্বপ্নের কথা তুলে ধরে বলেন, নিশ্চয়ই একদিন আমাদের ছেলে মেয়েরাও চাঁদে যাবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন ও বোর্ড অফ ট্রাস্টের সদস্য সহ বিশ্ববিদ্যালয় শিক্ষকরাসহ অভিভাবক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন