দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এ রোগে প্রাণ হারালেন ২৬৬ জন। আর চলতি বছর প্রাণহানির সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৪৬।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আজ রোববার বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা) ডেঙ্গুতে ঢাকায় দুজন এবং ঢাকার বাইরে সাতজন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ২ হাজার ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫০০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৪৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৫ হাজার ৫৩০ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।