কোনো কিছু চাপিয়ে দেওয়া গণতন্ত্র নয়

বিশেষ কলাম

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ফাইল ছবি

জনগণের সাথে সমর্থনহীন রাজনৈতিক দলসমূহ যখন হরতাল ডেকে জনগণের ইচ্ছা অনিচ্ছার তোয়াক্কা না করে ভাঙচুরের আশ্রয় নিয়ে হরতাল জনগণের উপর চাপিয়ে দিতে চায়, আর এই ধরনের হরতালের সমর্থনে যখন তথাকথিত বুদ্ধিজীবীরা কথা বলেন, তখন গণতন্ত্রের সংজ্ঞা আমরা আমজনতা ভুলে যেতে বাধ্য হই। কোনো কিছু চাপিয়ে দেওয়া গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে জনগণের সম্মতিসহ কার্যক্রম গ্রহণ করা।

রাজনৈতিক সংলাপের দরজা কখনো বন্ধ হয় না এবং সংলাপ কখনো শর্তযুক্ত না হওয়াই বাঞ্ছনীয়। নির্বাচন নিয়ে সংলাপ সব সময়ই হতে পারে। আপনি কথা বলতে চাইলে কথা হবে।

শেয়ার করুন