সরকার ‘একতরফা’ ও ‘প্রহসনের’ নির্বাচনের দিকে এগোচ্ছে, এই নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) অংশ নেবে না। আজ শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনের সামনে সমাবেশে সিপিবির নেতারা এ ঘোষণা দিয়েছেন।
সমাবেশে সিপিবির নেতারা বলেন, গণদাবি ও জনমত উপেক্ষা করে সরকার আবারও ‘একতরফা’ নির্বাচনের দিকে এগোচ্ছে। ‘একতরফা’ তকমা ঘোচাতে বিভিন্ন দল ও ব্যক্তিকে নির্বাচনে অংশ নেওয়াতে নানা ‘অপকৌশল’ ব্যবহার করছে। এসব কর্মকাণ্ড এককেন্দ্র থেকে পরিচালিত হচ্ছে এবং তা গোপন থাকছে না। এ পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে চলমান রাজনৈতিক সংকট দূর হবে না, বরং দেশ নতুন সংকটে পড়বে। সরকারের স্বৈরাচারী, কর্তৃত্ববাদী প্রবণতা বাড়বে। অর্থনৈতিক সংকট তীব্র হবে।
সিপিবির সভাপতি শাহ আলম বলেন, রাষ্ট্র এবং সরকার একাকার হয়ে গেছে। দেশের ৯০ শতাংশ মানুষ দলীয় সরকারের অধীনে নিজের ভোট নিজে দিতে পারবে বলে মনে করে না। ভোটে জিতবে না জেনে সরকার নানা বাহানা তৈরি করছে, মানুষকে ভয় দেখাচ্ছে। প্রহসনের নির্বাচনী তফসিল বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণার দাবি জানান তিনি।