ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বললেন রুহানি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

আজ শনিবার তেহরানে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন তৎপরতার অভিপ্রায় খুবই পরিষ্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ২০১৫ সালের বহুপক্ষীয় পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়, তখনই তার পরিষ্কার হয়ে গেছে।

সম্মেলনে ইরান, চীন, রাশিয়া, তুরস্ক, আফগানিস্তান ও পাকিস্তানের শীর্ষ আইন প্রণয়নকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রুহানি বলেন, ইরানি জাতির বিরুদ্ধে অন্যায় ও অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা পরিষ্কারভাবে সন্ত্রাসবাদের দৃষ্টান্ত তৈরি করেছে।

ইরানে বিনিয়োগ প্রতিরোধ করতে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে আতঙ্ক তৈরি করছে ট্রাম্প প্রশাসন বলে অভিযোগ করেন রুহানি।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে ছয় বিশ্ব শক্তির সঙ্গে সই হওয়া ইরানের পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন ট্রাম্প। এতে ইরানের প্রতি নিষেধাজ্ঞা আরোপের পথ উন্মুক্ত হয়ে গেছে। গত আগস্ট ও নভেম্বরে দুই ধাপে এ নিষেধাজ্ঞা পুর্নবহাল করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে