২৮ অক্টোবরের পর থেকে ২৮৫ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

ফায়ার সার্ভিস
ফাইল ছবি

ঢাকায় বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশের দিনে সংঘর্ষের পর থেকে দলটির ডাকা হরতাল-অবরোধে সারাদেশে ২৮৫ যানবাহনে আগুন দেওয়া হয়েছে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস এ তথ্য জানায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৮৯টি অগ্নিসংযোগের খবর পেয়েছে তারা। এতে ২৮৫টি যানবাহনের পাশাপাশি ১৫টি স্থাপনাও রয়েছে। যানবাহনের মধ্যে ১৮০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৯টি অন্যান্য বাহন রয়েছে।

আজ দুপুরেও রাজধানীর জুরাইনে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া আজ সকাল ৬টা পর্যন্ত আগের ১২ ঘণ্টায় ৪টি বাসে আগুন দেওয়া হয় বলে জানায় ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা শহরে তিনটি এবং কুমিল্লায় একটি বাস পুড়ে যায়।

শেয়ার করুন