দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার রাজধানীর একটি হোটেলে তাঁর দলের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত স্মার্ট সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।
২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সাধারণ নির্বাচনের আগে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে রূপকল্প-২০২১-এর ঘোষণা দেয়। দিন বদলের সনদ হিসেবে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল। এরপর শত বাধা-বিপত্তি অতিক্রম করে ২০১৪ ও ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করে আসছে।
গত ১৫ বছরে বাংলাদেশের রূপান্তর ঘটেছে আওয়ামী লীগের সরকারের নেতৃত্বে। আজকের বাংলাদেশ দারিদ্র্যক্লিষ্ট, অর্থনৈতিকভাবে ভঙ্গুর নয়। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। সম্ভাবনার হাতছানি দেওয়া দুর্বার গতিতে এগিয়ে চলা দুরন্ত বাংলাদেশ। এই বাংলাদেশকে এবার স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ।